আমি কে?

আমি কে?


আমি নিজেই জানি না আমি কে,

আর তুমি এত সহজে চিনে ফেলবে আমাকে?

আমি তো প্রতিদিন বদলাই,

প্রতিটা মুহূর্তে একটু একটু করে গলে যাই,

নতুন রূপ নিই, নতুন রঙ মাখি,

নতুন মুখোশ পরি—

নাকি এই মুখোশই আমার আসল চেহারা?

আমি কখনো একফোঁটা শিশির,

যে সকাল হওয়ার আগেই হারিয়ে যায়,

আমি কখনো একাকী পাহাড়,

যে শত ঝড়-জলের মধ্যেও স্থির দাঁড়িয়ে থাকে।

আমি হয়তো নদী,

যে ছুটে চলে এক অনিশ্চিত মোহনার দিকে,

আমি হয়তো সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া

একটা নামহীন ঢেউ।

আমাকে কেউ বন্ধু ভাবে,

কেউ ভাবে শত্রু,

কেউ ভাবে পথের সঙ্গী,

কেউ ভাবে কেবলই এক অচেনা মুখ।

কিন্তু আমি?

আমি কি সত্যিই জানি আমি কে?

আমার চোখের ভাষা বোঝার চেষ্টা করো,

আমার নীরবতার শব্দ শোনার চেষ্টা করো,

আমার ছায়ার পেছনে দাঁড়িয়ে দেখো,

আমি কেমন করে হারিয়ে যাই নিজের মধ্যেই।

আমি আলো, আমি অন্ধকার,

আমি সৃষ্টি, আমি ধ্বংস,

আমি প্রশ্ন, আমি উত্তর—

আবার কখনো শুধুই এক ফাঁকা কাগজ,

যার গায়ে লেখা আছে—

"আমি নিজেই জানি না আমি কে..."

কলমে : ধার্মিক

Comments

Popular posts from this blog

পলাশ ফুলের আগুন তোমার জন্য

হেমন্ত আসেনি

তুমি আমার এক অন্যরকম প্রেমের উপন্যাস