মূল্যহীন
মূল্যহীন
কলম যতই সোনার খাপ পরুক, রত্নখচিত মোড়কে সাজুক,
যদি তার ভিতরে কালি না থাকে, তবে সে মূল্যহীন।
সে কোনো কবির ভাবনাকে শব্দ দিতে পারে না,
কোনো প্রেমপত্রের অশ্রু হতে পারে না,
কোনো প্রতিবাদের আগুন ছড়িয়ে দিতে পারে না।
সে পড়ে থাকে ড্রয়ারের কোণে,
সাজানোর বস্তু হয়ে—কিন্তু অর্থহীন।
মানুষও তেমনি, যতই উচ্চ শিক্ষিত হোক,
যদি তার হৃদয়ে বিবেক না থাকে, তবে সে এক শূন্য পাত্র।
সে সনদপত্রের ভারে নুয়ে পড়ে,
কিন্তু ন্যায়-অন্যায়ের হিসাব করতে জানে না।
তার জ্ঞান থাকে, কিন্তু অনুভূতি থাকে না,
তার কথা থাকে, কিন্তু সত্য থাকে না।
সে সমাজের উচ্চ মঞ্চে দাঁড়িয়েও ছোট হয়ে থাকে,
কারণ বিবেকহীন মানুষ কখনো পূর্ণতা পায় না।
বিবেক ছাড়া শিক্ষা যেমন অর্থহীন,
কালি ছাড়া কলমও তেমনি মূল্যহীন।
তাই মানুষ হোক আলোকিত, জ্ঞানের আলোয় নয়—
বিবেকের দীপ্তিতে, সত্যের উজ্জ্বলতায়।
কলমে : ধার্মিক
Comments
Post a Comment