কল্পনার চেয়ে সুন্দর
কল্পনার চেয়ে সুন্দর
কল্পনার চেয়ে সুন্দর কোনো দৃশ্য নেই,
সেখানে গাছেরা কথা বলে, নদী গান গায়,
হাওয়া ছুঁয়ে যায় নরম তুলোর মতো,
আর মানুষের মুখে থাকে অনাবিল হাসি।
সেই দেশে কেউ কারও শত্রু নয়,
স্বপ্নগুলো হারিয়ে যায় না কোনো অন্ধকারে,
বৃষ্টি নেমে আসে শুধু আনন্দের ধারা হয়ে,
রোদের ঝিলিকে ঝলমল করে সোনালি বিকেল।
শিশুরা কাঁদে না ক্ষুধায়, ভয়ে,
কারও চোখে থাকে না ক্লান্তির ছাপ,
কেউ কাউকে কষ্ট দেয় না,
বুক ভরে নিঃশ্বাস নেয় ভালোবাসার হাওয়ায়।
এই শহরে শব্দ নেই হাহাকারের,
শুধু পাখিদের কলতান, মানুষের হাসির সুর,
একটা স্পর্শ মানে বিশ্বাস,
একটা কথা মানে ভালোবাসা।
কল্পনার দেশেই আমরা সত্যি সুখী,
যেখানে কোনো গ্লানি নেই,
নেই কোনো দুঃখের রং,
শুধু আনন্দের মেঘ, শান্তির আলো,
আর এক টুকরো রঙিন স্বপ্ন—
যা একদিন সত্যি হয়ে উঠবে!
কলমে : ধার্মিক
Comments
Post a Comment