অতীতের ছোবল

অতীতের ছোবল


অতীত যখন ছোবল মারে, সাজায় স্মৃতির সারি,

হৃদয় তখন ক্লান্ত ভীষণ, হৃদপিন্ড হয় ভারী।

ছায়ার মতো ভেসে আসে, ফেলে আসা দিন,

সুখ-দুঃখের স্মৃতি জাগে, বাজে মনের বীন।

শুকনো পাতার মতো ঝরে যায় কিছু প্রহর,

বুকের গহীনে জমে থাকে অব্যক্ত কষ্টের পাহাড়।

যে স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেলো সময়ের টানে,

তারা আজও ছুঁয়ে যায় মেঘলা দুপুরের গানে।

কত অজানা আবেগ, কত না বলা কথা,

সময়ের স্রোতে হারিয়ে গেছে, রেখে গেছে ব্যথা।

কখনো কি ফিরে আসবে তারা, রঙিন সেই দিন?

নাকি শুধু রয়ে যাবে মনে, স্মৃতির এক টুকরো ঋণ?

চেনা পথের ধুলোবালি আজও দেয় সাড়া,

কিন্তু পা আর এগোয় না, দৃষ্টি শুধু সেখানেই পড়ে থাকে বাধা।

অতীতের সেই মায়াবী হাত ডাকে বারবার,

তবু ফিরতে পারি না, দিন যে বদলায় বারবার।

তবে কি স্মৃতি শুধু ব্যথাই দেবে, রাখবে না আশার আলো?

নতুন ভোরের কিরণ কি মুছতে পারবে বেদনাবিহ্বল কালো?

হয়তো পারবে, হয়তো না—সময়ের কাছে সব দায়,

অতীতের ছোবল ভুলে যেতে নতুন পথের ডাক যে রয়!

কলমে : ধার্মিক

Comments

Popular posts from this blog

পলাশ ফুলের আগুন তোমার জন্য

হেমন্ত আসেনি

তুমি আমার এক অন্যরকম প্রেমের উপন্যাস