আমি নারী, আমি শক্তি
আমি নারী, আমি শক্তি
আমি পতিতা, আমি লুণ্ঠিত হই।
আমি কলঙ্কিত, আমি ক্ষতবিক্ষত হই।
আমি সমাজের বিধান ভোগ করি, তবু সমাজ আমায় ত্যাগ করে।
আমি যদি নষ্ট হই, তবে নষ্ট করল কে?
আমি যদি কলঙ্কিত হই, তবে কলঙ্কের ভাগীদার কারা?
আমি যদি শুধুই শরীর হই, তবে আত্মা নিয়ে প্রশ্ন তোলেনি কেন?
ওরা পুরুষ—
সমাজের রক্ষক, অথচ আমার সর্বনাশ করে।
নৈতিকতার শিক্ষক, অথচ আমায় বিক্রি করে।
বিচারের দাবিদার, অথচ আমাকেই দোষ দেয়।
আমি মাটিতে লুটিয়ে পড়লেও, শেকড় হয়ে আবার দাঁড়াই।
আমি জ্বলতে জ্বলতে একদিন অগ্নিশিখা হয়ে উঠব।
আমার চোখের জলই একদিন ওদের ভাসিয়ে দেবে।
আমি শুধুই নারী নই, আমি প্রতিবাদ।
আমি শুধুই শরীর নই, আমি আত্মার শক্তি।
আমি প্রকৃতি— আমাকে দাবিয়ে রাখা যাবে না!
কলমে : ধার্মিক
Comments
Post a Comment