লক্ষ্য কি ?
লক্ষ্য কি?
মহামুক্তি? আত্মতত্ত্বোপলব্ধি?
নাকি সময়ের দোলায় দুলতে থাকা এক অনন্ত অন্বেষণ?
আমি খুঁজি—
কখনও গীতা-উপনিষদে, কখনও চর্যাপদে,
মাঝেমাঝে হৃদয়ের গহীন গুহায়।
মনে হয়, উত্তর কাছে আসে,
আবার মিলিয়ে যায় কুয়াশার অতলে।
মহামুক্তি কি একাকী নির্বাণ?
নাকি শিকল ভাঙার উল্লাস?
সংসার কি বন্ধন, নাকি মুক্তিরই পথ?
কোন যোগসূত্রে বাঁধা আমার শ্বাস,
কোন মূলসূত্রে গ্রথিত আমার সত্তা?
আমি দেখি—
গঙ্গার স্রোতে ভেসে যায় শত জন্মের পাপ,
পাহাড়ের গায়ে বাজে শঙ্খের ধ্বনি,
ঘাসের ডগায় শিশির ঝরে পড়ে,
আর প্রকৃতি বলে ওঠে— "তুমি আছো, ছিলে, থাকবে।"
তবু প্রশ্ন থেকে যায়—
এই থাকা কি মুক্তি?
নাকি মুক্তিই প্রকৃত থাকা?
নিজেকে পেরিয়ে, সমস্ত দ্বিধা ছুঁড়ে ফেলে
একদিন হয়তো মিলিয়ে যাবো
ঐ মহাশূন্যের অনন্ত ব্রহ্মতলে।
কলমে : ধার্মিক
Comments
Post a Comment