আমি কিছুই হতে চাইনি
আমি কিছুই হতে চাইনি
আমি আলো হতে চাইনি,
কারণ আলোয় থাকে প্রতিফলন,
সেই প্রতিফলন মিথ্যে রঙে ঢেকে দেয় আসল আমি।
আমি ছায়াও হতে চাইনি,
কারণ ছায়া টেনে নেয় অন্ধকারের শিকড়,
নিঃশব্দে বিলীন হয়ে যায় গভীর শূন্যতায়।
আমি হতে চেয়েছি এক টুকরো হাওয়া,
যে ছুঁয়ে যাবে অনায়াসে,
বন্দি হবে না কোনো আয়নায়,
ঢেকে দেবে না কোনো আলো কিংবা অন্ধকারে।
আমি হতে চেয়েছি প্রবাহিত নদী,
যার নেই কোনো গন্তব্য,
নেই কোনো বাধা,
শুধু চলতে থাকা, ছুঁয়ে যাওয়া পাথর, কূল, বাতাস, আর সময়কে।
আমি হতে চেয়েছি শব্দহীন স্পর্শ,
যার অস্তিত্ব টের পাওয়া যায় হৃদয়ের গভীরে,
কিন্তু যা ছুঁয়ে দেখার সাধ্য নেই কারও।
আমি কিছুই হতে চাইনি,
তবু রঙ মেখেছে জীবন,
আলো-ছায়ার খেলায় আমি হয়েছি এক অদৃশ্য উপস্থিতি,
যাকে খুঁজে পায় না কেউ—
তবু যে আছেই।
কলমে : ধার্মিক
Comments
Post a Comment